August 3, 2022

রাইক্ষ্যংয়ের দানো: তুই কু তুমু

পাহাড়জুড়ে ধানগাছগুলোর যেন নাচন শুরু হয়েছে। একদিকে কিছু গাছ নুয়ে যাচ্ছে তো অন্যদিকে আবার সোজা হয়ে যাচ্ছে। অনেকটা গ্যালারির মেক্সিকান ওয়েভের মতো। সেই ঢেউখেলানো নৃত্যের তালে তালে সূর্যের আলো পড়ে আবার পুরো পাহাড়ের রংও পাল্টাচ্ছে। কোনো জায়গায় গাঢ় সবুজের শেড, কোথাও বা কচি কলাপাতার সবুজাভ। মাঝেমধ্যে উত্তরে ছুটতে থাকা মেঘের দলছুট সারিগুলো সূর্যকে ক্ষণিকের জন্য ঢেকে দিচ্ছে।

Read More »
error: Content is protected !!